Logo

সাহিত্য সংস্কৃতি    >>   পৃথিবীতে মা-ই সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক

পৃথিবীতে মা-ই সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক

পৃথিবীতে মা-ই সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক

মুক্তা লোহ : একটি শিশু জন্মের পর থেকেই সাধারণত মায়ের কাছে থাকে। মা-ই তার প্রথম পাঠশালা। তাই সন্তান আদর্শ ও সৎ হওয়ার পিছনে মায়ের ভূমিকাই সবচেয়ে  বেশি (বাবা-র ভুমিকা ও কম নয়)। সন্তান পৃথিবীতে কত বড় হবে, কত ভালো হবে, তার অনেকটাই নির্ভর করে মায়ের উপর। সেজন্য সর্বাগ্রে মা-কে সচেতন হতে হয়। 
বন্ধুরা আমাদের সবার প্রান প্রিয় বন্ধু অধীর বিশ্বাস ও তমা বিস্বাসের একমাত্র ছেলে নিলাদ্রী বিশ্বাস পঞ্চম শ্রোনীতে যথেষ্ট ভালো রেজাল্ট করে রাজউক স্কুল এন্ড কলেজে  লটারিতে  চান্স পেয়েছে। বন্ধু অধীর বিশ্বাসের গর্বে আমার ও গর্বিত বাবা টা কে নিয়ে। 
এসো বন্ধুরা আমরা সবাই বাবু টার জন্য আশীর্বাদ করি সে যেনো লেখা পড়া করে একজন ভালো মানুষ হতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert